সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

স্বেচ্ছাশ্রমে করোনা রোগীর চিকিৎসা সেবা প্রদানে  আগ্রহ প্রকাশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৮ মে, ২০২০, ১০:০৩ অপরাহ্ণ

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা প্রদানে বেশিরভাগ চিকিৎসক ও নার্স যখন আতংকিত তখন ঠাকুরগাঁওয়ে একজন ডিপ্লোমা স্বাস্থ্য সহকারী স্বেচ্ছাশ্রমে করোনা রোগীর চিকিৎসা প্রদানে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন।তিনি বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ড. মাহফুজুর রহমান সরকারের কাছে এক লিখিত আবেদনে তার সেই আগ্রহের কথা ব্যক্ত করেন।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বথপালিগাঁও গ্রামের মৃত- মোশারুল ইসলাম  কন্যা উম্মে কুলসুম মনি সিভিল সার্জন বরাবরে লিখিত আবেদনে জানান,তিনি রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ হতে ৩ বছর মেয়াদী কোর্সে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ড ডিপ্লোমা করেছেন এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল হতে এক বছরের ইন্টার্নশীপ করেছেন।কাজেই স্বাস্থ্য সহকারি হিসেবে তার সকল প্রকার যোগ্যতা থাকায় তিনি তা কাজে লাগাতে চান।
কাজেই করোনার এই মহামারী কালীন সময়ে তিনি দেশের যেকোন কমিউনিটি ক্লিনিক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে স্বেচ্ছাশ্রমে করোনা রোগীদের সেবা করতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করবেন।
অবশ্য জেলা সিভিল সার্জন তাকে আশ্বস্থ করেন যে,ঠাকুরগাঁওয়ে এখনো করোনার চিকিৎসা প্রদানে চিকিৎসকের সংকট নেই।যদি কখনো ওই অবস্থা তৈরী হয় তবে তাকে অবগত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর