শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

ই-পেপার

সুফল-কূফল আত্মার-কথা : এনামুল হক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ণ

“হে-যুবক যেওনা সে পথে,
যে-পথে গিয়েছে মানুষ নামের পশু।
“হে-যুবক যেওনা সে পথে
যে-পথে ছলনাময়ী নারী থাকে চেয়ে।
“হে-যুবক খেওনা সেই বস্তু,
যেটা তোমার অন্তরকে করে তিক্ত,
হে-যুবক কোন ছলনাময়ী নারীর প্রেমে পড়ে
ভুলোনা তোমার মাতা পিতা-কে…..।
হে-যুবক করোনা কোন মায়ের বুক খালি
যে-বুকে খুব আদরে থাকো তুমি সারাক্ষন
হে-যুবক রক্তের জোরে কাউকে আঘাত করিওনা।
হে যুবক সেই পথে করিও গমন
যেই পথে মিলিবে
সত্য নিষ্ট আর ন্যায়বোধ।
হে-যুবক প্রান করিও সেই বস্তু
যাহাতে মিলিবে হালাল বিন্দু।
হে-যুবক যদি পারো কোন
অর্থহীন মানুষকে টাকা নয়
ভালোবাসা দিতে।
হে-যুবক দিওনা কোন বাবার বয়সী মানুষকে গালি।
হে-যুবক পারলে তুমি
হাত বাড়িয়ে দাও না খাওয়া মানুষের উপর’
হে-যুবক ‘তুমিই প্রথম’
তুমিই শেষ, সুখের হবে ‘বাংলাদেশ’
              সমাপ্ত
নাম ,মোঃ এনামুল হক
গ্রামঃ লোকনাথপুর,ভাগযোত
থানা:দৌলতপুর
জেলাঃ, কুষ্টিয়া
মোবাঃ01786986017
Facebook.id.Mushar Afran
পোস্ট অফিস মহিষকুন্ডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর