জনগণের কন্ঠরোধে বিপদগামী সেনারা
সেনাপ্রধান জেনারেল জিয়াকে বন্দী করে,
৭ নভেম্বর বাংলার বীর সিপাহী জনতা
ঢাকার রাজপথে বিপ্লবী প্রতিরোধ গড়ে।
১৯৭৫ এ পাল্টাপাল্টি সেনা অভ্যুথানে
রাজনৈতিক সংকট অন্ধকার অমানিশা,
সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে
বাংলা বাঙ্গালী জাতি পায় নতুন দিশা।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়
শহীদ জিয়া ছিলেন বজ্রের মত অনড়,
বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায়
জনতার বিপ্লবে নেতৃত্ব দেন ৭ নভেম্বর ।