সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আমার প্রাণের সাঈদী- নাজমুল হোসেন আকন্দ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ

তুমি নন্দিত আল্লামা সাঈদী
দাওয়াত ও তাবলীগ,
থাকবে ঈমানী চেতনায়
স্বর্ণের মত ঝিকিমিক।
তুমি আছো জামায়েত ইসলামে
লাখো মানুষের জলসায়,
তুমি পথ হারা কোটি মানুষের অন্তরে
আছো ভালোবাসায়।
আমার প্রাণের সাঈদী
আমি তোমায় ভালোবাসি।
তুমি শফিকুল ইসলামের
রক্তে আগুন ধরা-
জ্বালাময়ী সে ভাষণ,
তুমি মাদ্রাসা মক্তবে মিশে থাকা
শায়েখ হাফিজ্জী হুজুরের স্বপন।
তুমি শহীদ মাতার ১৩/১৪-এর
মনে রাখা দিনগুলি,
তুমি বুকের মাঝে আগলে রেখেছিলে
শাহ জালালের পদধূলি।
আমার প্রানের সাঈদী
আমি তোমায় ভালোবাসি।
তুমি পাঁচ কিংবা তার অধিক
হাজারো শহীদের প্রাণ,
তুমি শাপলা চুত্বরে গুমরে উঠা
সেই স্বজন হারা গান।
তুমি প্রতিটি পুঙ্গ জামায়াত শিবিরের
সাহষের সঞ্চার,
তুমি দোয়া ও মুনাজাতের
কেঁধে উঠা মুমিনের হাহাকার।
আমার প্রাণের সাঈদী
আমি তোমায় ভালোবাসি।
তুমি জাগ্রত কবি মুহিব খানের
সেই বিপ্লবী কবিতা-
প্রতিটি কোনে বাজে ইঞ্চি ইঞ্চি মাটি
মানচিত্রর ছবিটা।
তুমি সুরের পাখি মুশিউর রহমানের,
সেই দরদ মাখা গান,
তুমি মাওলানা ভাসানীর
সেই ফারাক্কা মুখি অভিযান।
আমার প্রানের সাঈদী
আমি তোমায় ভালোবাসি ।
তুমি শাইখুল হাদীসের দীপ্ত ভাষায়
বুখারী তাশরিহ,
তুমি হক্কানি পীরের জবানে জারি
মহান রবের তাজবীহ।
তুমি সীমাহীন ত্যাগে গড়ে উঠা,
ধর্মীয় রাজনীতির ঘাটি,
তুমি এদেশে জমিনে লক্ষ শহীদের
রক্তে মিশে থাকা মাটি।
আমার প্রানের সাঈদী
আমি তোমায় ভালোবাসি।
তুমি শহীদ পরিরারের
অশ্রু সিক্ত গোর,
তুমি গোলাম আযম,নিজামীর
দেখা সেই নুতন ভোর।
তুমি নাস্তিক মুক্ত বাংলা গড়ার
তেজদীপ্ত হুংকার,
তুমি লাখো মুমিনের দীপ্ত
শপথে বেজে উঠা বারবার।
আমার প্রাণের সাঈদী
আমি তোমায় ভালোবাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর