পূজা এল –
পড়ছে বাড়ি ঢাকে
একটু পরেই
নিয়ে যাবে মাকে।
বিসর্জনের
বাজছে করুণ সুর
আজ থেকে মা
থাকবে অনেক দূর।
পূজা এল-
বাজছে আরও ঢোল
সবাই মিলে
বলতে হরি বল।
নিয়ে যাচ্ছে
আজকে মাকে তুলে
রেখে আসবে
বড়াল নদীর কূলে।
হিন্দু পূজা-
করে মনের টানে
উৎসব মনে
করে মুসলমানে।
এই উৎসবে
থাকে নানান জন
দশমীতে
মায়ের বিসর্জন।