গত (২৫ ডিসেম্বর,২০২৪ খ্রিঃ) তারিখ রোজ- বুধবার প্রকাশিত নুরানি তা’লীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফলে মাদরাসাটি ১০০% A+ সহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে।
২০২৪ শিক্ষাবর্ষে বোর্ড পরীক্ষায় মাদরাসাটি থেকে ১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১০ জনেই A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এটি কিশোরগঞ্জ জেলা পর্যায়ে ১ম স্থান এবং পাকুন্দিয়া উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফলাফল হিসেবে গৌরব বয়ে এনেছে।
মাদরাসাটি ২০২১ খ্রিঃ সনে পাকুন্দিয়া উপজেলাধীন সুখিয়া ইউনিয়নের অর্ন্তগত চরপলাশ গ্রামে নিরিবিলি ও মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত। মোঃ সাদির মিয়া (মাস্টার) এঁর প্রতিষ্ঠাতা সভাপতিত্বে সাধারণ শিক্ষার সমন্বয়ে তা’লিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম কর্তৃক পরিচালিত মাদরাসাটি। বর্তমানে ক্বারি মাওলানা ছিবগাতুল্লাহ এঁর তত্ত্বাবধানে নুরানি, নাজেরা, হিফজুল কোরআন এবং কিতাব বিভাগে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।