পেশাগত সাংবাদিকদের অন্যতম সংগঠন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সুনামের সাথে চলা কলম যোদ্ধাদের এ সংগঠনটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় গতকাল শুক্রবার (২০ মে) সকাল ১০ টায় রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের ঐক্য ও মতামতের ভিত্তিতে সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে আশরাফুল ইসলাম( দৈনিক খবর পত্র) ও এম, আর মন্টু (দৈনিক জনতা) কে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাহেদ আলী ( দৈনিক তৃতীয় মাত্রা),সহ-সভাপতি ফারুক আহমেদ( দৈনিক সংগ্রাম), সহ-সাধারন সম্পাদক আনিছুর রহমান (দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক লিখন আহমেদ ( দৈনিক ঢাকা টাইমস/কলম সৈনিক), সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন আলী ( ভোরের দর্পণ), অর্থ সম্পাদক সোহেল রানা( দৈনিক তৃতীয় মাত্রা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম বিল্লাহ ( দৈনিক দেশের কণ্ঠ)। এছাড়াও কার্যকরী সদস্য হলেন, জি,এম স্বপ্না (দৈনিক যমুনা প্রবাহ), কে,এম আল-আমিন ( দৈনিক গণ মানুষের আওয়াজ) ও ছানোয়ার হোসেন ( দৈনিক খবর পত্র)।
#CBALO/আপন ইসলাম