মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে বোরো ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৮ জুন, ২০২০, ৮:৫৭ অপরাহ্ণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যে ২০১৯ -২০ মৌসুমের বোরো ধান ক্রয়ের লটারী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির উদ্যোগে কৃষক পর্যায়ে ধান ক্রয়ের লটারী কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা’র সভাপতিত্বে ধান ক্রয়ের লটারীতে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলকিস আক্তার জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহুরুল হক,ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,

 

তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ,ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: খলিলুর রহমান, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার, মির্জাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সইফুল ইসলাম, স্থানীয় গণমাধ্যমকর্মী সহ কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। উম্মুক্ত লটারী পরিচালনা করেন উপজেলা খাদ্য পরিদর্শক গাওসুল আযম মাহবুবা রব্বানী ( তুহিন)।

 

এবার উপজেলার ৬ টি ইউনিয়নের কৃষকদের মধ্য হতে উম্মুক্ত লটারীর মাধ্যমে ভাগ্যবান কৃষক হিসেবে নির্বাচিত হয়েছেন ৩১২ জন। নির্বাচিত প্রত্যেক কৃষকের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যে ২৬ টাকা কেজি দরে ২ মেঃ টন করে ধান ক্রয় করবেন উপজেলা খাদ্য সংগ্রহ কমিটি। সূত্র জানায় ,এবার আটোয়ারী উপজেলায় ৬শত ১১ মেট্রিকটন বোরো ধান সরকারিভাবে ক্রয় করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর