আঞ্চলিক প্রতিনিধি,বরিশালঃ
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলায় তীব্র শ্রমিক সংকটের মিখে এবার যান্ত্রিক পদ্ধতিতে (কম্বাইন হারভেষ্টার মেসিন) দিয়ে বোরো ধান কাটা ও মাড়াই কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজিহার ইউনিয়নের চৌদ্ধমেধা বিলে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কাটা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাসের কারণে আগৈলঝাড়া উপজেলায় বোরো ফসল ঘরে তুলতে তীব্র শ্রমিক সংকট দেখা দেয়। তাই শ্রমিক সংকট নিরসন ও সময় সাশ্রয়ে যান্ত্রিক পদ্ধতিতে ফসল কর্তন ও মাড়াই শুরু করা হলো।
ইতোমধ্যে উপজেলায় ভর্তুকি মূল্যে ১টি কম্বাইন হারভেস্টার ও ৫টি রিপার মেশিন বিতরণ করা হয়েছে। এই যন্ত্র দিয়ে স্বল্প খরচে ঘন্টায় এক একর জমির ফসল কর্তন ও মাড়াই করতে পারবে কৃষক। উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত জানান, কৃষি বান্ধব প্রধানমন্ত্রী কৃষকের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে কৃষকদের পাশে দাড়িয়েছেন। উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বছর চলতি বোরো মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে ৯ হাজার ৪শ ৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।