মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

ই-পেপার

গরীবের পাশে আপনারাও এগিয়ে আসুন  চৌহালীতে ঘর বিতরণ অনুষ্ঠানে – পুলিশ সুপার 

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৩:০৮ অপরাহ্ণ

সিরাজগন্বজের চৌহালী উপজেলার উমারপুরসহ ৭টি ইউনিয়নে ঘর ও চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও  প্রধানমন্ত্রীর ভিশনের অংশ হিসেবে এবং  শহরের উন্নয়ন জনগণের দৌড় গড়ায় পৌছে দিতে মানুষের পাশে দাড়ালেন বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম মন্ডল। মুজিব শতবর্ষে সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নে শৈলজানা গ্রামের মরহুম সাখাওয়াত হোসেন মন্ডল পরিবারের পক্ষ থেকে ৫৫টি গৃহহীন অসহায় মানুষের মাঝে একটি করে ঘর ও চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি হাসিবুল আলম।
শুক্রবার বিকেলে শৈলজানা স্কুল মাঠে ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর আয়োজনে  ঘর বিতরণ অনুষ্ঠানে ওয়াটা কেমিক্যালের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার বিপিএম মোঃ হাসিবুল আলম।  বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা সচিব মোঃ হুমায়ুন খালিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উমারপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল প্রমুখ। এছাড়াও বেলকুচি ও শাহজাদপুরের অতিরিক্ত পুলিশ সুপার, গুনিজনসহ এলাকার লোকজন ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।  প্রধান অতিথি মোঃ হাসিবুল আলম বলেন, অজোপারাগাও শৈলজানা গ্রামে আল্লাহ ভক্ত দানবীর আছে  আমার জানা ছিল না। মৃত্যুর পর কিছুই সাথে জাবে না, তাই আমি দেশের সকল শিল্পপতিদের আহবান জানাই নজরুলের মতো আপনারাও আমন্ত্রিত হয়ে গরীব অসহায় ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষের খোঁজ খবর নেন ও পাশে দাড়ান। তাহলেই  প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সফল হবে  এবং  খাদ্য,শিক্ষা, আশ্রায় পাবে, উন্নত জীবন, সুবিধা বঞ্চিত থাকবে না সোনার বাংলায়। তিনি আরও বলেন, সিরাজগঞ্জের রিমোট উপজেলা  চৌহালীতে শিল্পপতি নজরুল ইসলাম মন্ডল পর্যায়ক্রমে সাতশত ঘর সহ সলক প্রকার সহযোগিতা করে আসছেন ভাষা মতিনের এলাকায়।  মুজিব শতবর্ষে  বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না ইনশাআল্লাহ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর