বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখার সভাপতি এস এম নজরুল ইসলাম বীরমুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ায় চাটমোহর পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় ডাকবাংলো হলরুমে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এই শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা জানান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া ও সাধারন সম্পাদক মির্জা আবু হায়াত মোঃ কামাল জুয়েলসহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, খন্দকার বজলুল করিম খাকছার, ছাইকোলা ইউনিয়ন আ.লীগের সভাপতি নজরুল ইসলাম, মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এএইচএম কামরুজ্জামান খোকন, কৃষক লীগের উপজেলা আহবায়ক মোঃ আঃ মমিন প্রমূখ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন