পাবনার ভাঙ্গুড়ায় গরু ও মাছের ৮০ জন খামারী নিয়ে মিরার এগ্রো লিঃ সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারি) উপজেলার ডিলার মাহী পোল্ট্রি এ্যান্ড মৎস ফিডস এর সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার মাহি পোল্ট্রি এ্যান্ড মৎস ফিডস ও মিরার এগ্রো লিঃ এর আয়োজনে ডিলারের সত্তাধিকারি মোঃ নুর ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরার এগ্রো লিঃ এর চেয়ারম্যান মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির কনসালটেন্ট মোঃ আরিফুল ইসলাম শান্ত, কোম্পানির জেনারেল ম্যানেজার এম এ হালিম সিদ্দিকী, যুবনেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ ইমরান হাসান আরিফ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন খান প্রমুখ।
এ সময় মিরার এগ্রো লিঃ এর চেয়ারম্যান মোঃ রুহুল আমিন খামারীদের উদ্দেশ্যে বলেন, আমাদের মিরার এগ্রো লিঃ কোম্পানির পণ্যগুলো গুণগত মান অনেক ভালো এবং অন্যান্য কোম্পানির সঙ্গে চ্যালেঞ্জিং ভাবে বাজারজাত করেছি আপনারা প্রয়োজনে এক মাস আমাদের গরু ও মাছের খাদ্যগুলো খাওয়ান যদি আশানুরূপ ফল না পান তাহলে খাদ্যের টাকা আমাদের কোম্পানি ফেরত দিতে বাধ্য থাকবে।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মিরার এগ্রো লিঃ কোম্পানি কর্মী আব্দুল মান্না।
#চলনবিলের আলো / আপন