পাবনার সাঁথিয়া উপজেলা ধুলাউড়ি ইউনিয়নের বারোআনী, চরপাড়া,গয়েশবাড়ি, মাদারবাড়ী, ধুলাউড়ি রাউতি,আলোকদিয়ার, বনগ্রাম প্রভূতি স্হানে এ বছর ব্যাম্পার পিয়াজ চাষ হয়েছে। স্হানীয় কৃষকগণ পিঁয়াজ পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে যেমন স্যার ও বিষ প্রয়োগ আগাছা দমন কাজে সারাদিন ভর অকালন্ত পরিশ্রম করে যাচ্ছে। সাঁথিয়া উপজেলা উপ সহকারি কৃষি অফিসার জানান সাঁথিয়ায় এ বছর 18শএকর জমিতে পিঁয়াজ চাষ হয়েছে।গত কয়েকদিন আগে বৃষ্টি হওয়ায় পিঁয়াজচাষীরা একটু চিন্তিত।স্হানীয় জনৈক একজন কৃষক জানান যদি আল্লাহর মেহেবানীতে আর বৃষ্টি না হয় তাহলে এ বছর বিগত বছরের ন্যায় বাম্পার পিঁয়াছের ফলন হবে বলে আশাবাদী।
#চলনবিলের আলো / আপন