দীর্ঘ ৫ বছর পরে পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর ত্বাহা ফাজিল( ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচন গত মঙ্গলবার (১৫ ফেব্রæয়ারি) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪শ ৮৬ জন।
উক্ত মাদরাসার অধ্য¶ মাওঃ গোলাম ইয়াছিন জানান, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে দীর্ঘ ৫বছর পর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩বছর মেয়াদে এই কমিটি গঠন করা হবে। এই নির্বাচনে ৫জন প্রার্থী অংশ গ্রহন করেন। প্রার্থীরা হলেন-মো: জাহাঙ্গীল হোসেন(চেয়ার), রুহুল আমিন(তালা), ফিরোজ আহমেদ(ফুটবল),আনোয়ার হোসেন(সাইকেল), ড. রেজাউল করিম(আনারস)।
এদের মধ্যে তিনজন বিজয়ী প্রার্থীরা হলেন- ড মো: রুহুল আমিন(তালা) ৪১৭ ভোট পেয়ে প্রথম বিজয়ী হয়েছেন, জাহাঙ্গীর আলম(চেয়ার) ২৯৫ ভোট পেয়ে দ্বিতৃয়ী হয়েছেন, মো: রেজাউল করিম ২৭১ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
পরাজিত প্রাথীরা হলেন-মো: আনোয়ার হোসেন(সাইকেল) পেয়েছেন ২৩৯ ভোট, মো: ফিরোজ হোসেন পেয়েছেন ১০৩ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন পাবনা জেলা শি¶া অফিসের গবেষণা কর্মকর্তা জসীম উদ্দিন। প্রার্থী ডাক্তার রেজাউল করিম জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপে¶ হয়েছে। ভোটাররা আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পেরেছেন।
#চলনবিলের আলো / আপন