মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, মুক্তিযুদ্ধকালীন এমপিএ ও এমসিএ, স্বাধীন বাংলাদেশের মহান জাতীয় সংসদের প্রথম সদস্য, আমৃত্যু পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উওরবঙ্গের কৃতি শিক্ষাবিদ, আদর্শিক রাজনীতির ঋদ্ধপুরুষ বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজীর ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মুক্তিযুদ্ধকালীন এমপিএ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সমাজী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় চাটমোহর বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত¡রে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গুণী শিক্ষক, লেখক, সাহিত্য বিশ্লেষক প্রফেসর বিকাশ মৈত্র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উত্তরবঙ্গের প্রবাদ প্রতিম শিক্ষাবিদ প্রফেসর উদয় লাহিড়ী। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কিংবদন্তী স্বাধীনতা সংগ্রামী মরহুম সমাজীর রাজনৈতিক সহযোদ্ধা কারাসঙ্গী বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক। আরো বক্তব্য রাখেন, পাবনা ৩ এলাকার বিএনপির সাবেক সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মরহুম সমাজীর তৃতীয় পুত্র, এলজিইডির প্রকল্প পরিচালক মমিন মুজিবুল হক টুটুল সমাজী।
বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজীর ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ ফজর বিভিন্ন মসজিদে কোর আন খতম ও বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
#চলনবিলের আলো / আপন