প্রথমজন হলো এমন একজন যে তোমার মনের মতো জীবন সঙ্গী হতে পারে, দ্বিতীয়জন তোমার পুরনো একজন বন্ধু যে একবার তোমার চরম বিপদে তোমাকে সাহায্য করেছিলো। আর তৃতীয়জন হলেন একজন বৃদ্ধ মহিলা যিনি খুবই অসুস্থ। তোমার গাড়িতে একটি মাত্র সিট আছে, তুমি এদের মধ্যে কাকে সাহায্য করবে?
অসুস্থ মহিলা যাকে তৎক্ষনাৎ হাসপাতালে নেওয়া দরকার? নাকি, পুরানো সেই বন্ধুটি যার কাছে তুমি চিরকৃতজ্ঞ, যাকে সাহায্য করলে তুমার ঋণ শোধ হতে পারে?
বৃদ্ধা বা বন্ধুকে সাহায্য করতে গিয়ে মনের মতো জীবন সঙ্গী হতে পারা মানুষটিকে হাতছাড়া করে ফেলতে পারো।
পাঁচশজন আবেদনকারীর মধ্যে মুল্যবোধ ও নীতিবোধ ঠিক রেখে সবাই প্রশ্নটির উত্তর দিয়েছিলো, ‘অসুস্থ মহিলা যাকে তৎক্ষনাৎ হাসপাতালে নেওয়া দরকার।’
কিন্তু শেষ পর্যন্ত চাকরিটি একটি মেয়ে পেয়েছিলো। যে তার আউট নলেজ অর্থাৎ চিন্তাধারা দিয়ে নিয়োগ দাতাদের চমকে দিয়েছিলো।
মেয়েটির পারফেক্ট উত্তরটি হচ্ছে – আমি অসুস্থ বৃদ্ধা মহিলাটিকে গাড়িতে বসিয়ে গাড়ির চাবিটা আমার বন্ধুর হাতে ধরিয়ে দিয়ে বলবো, মহিলাটিকে হাসপাতালে নিয়ে যেতে আর যাত্রী ছাউনিতে বসে থাকা আমার মনের মতো হতে পারা জীবন সঙ্গীর সাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করে তাকে বাড়ি পৌঁছে দিবো। বৃদ্ধা মহিলাটিও বাঁচবে, আমার বন্ধুকেও সাহায্য করা হবে, আর জীবন সঙ্গীকেও পেতে পারবো!এটি সত্যিকার অর্থেই ছিলো পারফেক্ট উত্তর।
#চলনবিলের আলো / আপন