এক অচেনা সুন্দরী মেয়ে ইনবক্সে বার্তা পাঠালো ‘ভালোবাসি’
-আমি তো অবাক! কেন অবাক হবো না। গত এক যুগেও এরকম শব্দ কোনো মেয়ের মুখ থেকে শুনিনি। তখন মনে মনে নিজেকে অনেক সুদর্শন ও স্মার্ট ভাবতে শুরু করলাম কারণ একজন মেয়ে আমাকে ভালোবাসে। একজন মেয়ে যখন একজন ছেলেকে প্রপ্রোজ করে তখন সত্যিই এটা প্রশংসার বিষয়। নিজের কাছে তখন আরেকটি প্রশ্ন করলাম,আমাকে মনে হয় অনেক মেয়েই ভালোবাসে লজ্জা আর ভয়ে হয়তো অনেকেই বলতে পারছে না। যাইহোক অবশেষে তো একজন বলেছে ভালোবাসি।
তার উত্তরে আমি বললাম, তুমি কি সত্যিই ভালোবাস?
মেয়ে: হুম।
আমি: তাহলে আরও আগে কেন বলনি?
মেয়ে: আগে তো আপনার কবিতা কখনো পড়িনি এজন্য!
আমি: তাহলে আমার কবিতা পড়ে আমার প্রেমে পড়েছো। আচ্ছা যেভাবেই হোক ভালোবাসার মানুষকে আপনি করে বলতে হয় না
মেয়ে: উগ্র মেজাজে বললো কী….?
আমি: আমাকে ভালোবাস এজন্য বলেছি।
মেয়ে: কে বলেছে আমি আপনাকে ভালোবাসি?
আমি : তুমিই তো বললা।
মেয়ে: আমি কি বলেছি, আমি আপনাকে ভালোবাসি।
আমি: তাহলে ইনবক্সে কে মেসেজ দিলো ‘ভালোবাসি’
মেয়ে: আমি।
আমি: তাহলে এখন কি ভালোবাস না। এই কয়েক মিনিটের জন্য প্রেমে পড়ছিলে না কি?
মেয়ে: আমি কারও প্রেমে পড়ি নাই আমার বয়ফ্রেন্ড আছে। আমি আপনাকে ভালোবাসি না, আপনার কবিতাকে ভালোবেসে লিখেছি ‘ভালোবাসি’
আমি: চুপ….।
একেকটি কবিতার জন্য অনেক এমন প্রেমিকা তাকে কিন্তু বিবেচ্য বিষয় এরকম অনেক কবিদের প্রেমিকা নেই।