সিরাজগঞ্জের তাড়াশে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষক-কৃষানীদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। আজ দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল বাজারে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনার সভাপতিত্বে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ইউসুফ রানা মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন,কৃষি গবেষনা কেন্দ্র খামারবাড়ির ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ আ.জা.মু. আহসান শহীদ সরকার,কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান, জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোঃ আখেরুর রহমান, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের তাড়াশ উপজেলার মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষিবিদ এস. এম. নাগিব মাহফুজ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল মোমিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন