পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান বৃহষ্পতিবার (১০ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, চাঁদভা ইউপি চেয়ারম্যান ইজি:সাইফুল ইসলাম কামাল।
মাজপাড়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাজপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রহুল আমির সরদার, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক মনোয়ারুজ্জামান কনক, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম, থানা যুবদলের সদস্য সচিব মঞ্জুরুল রহমান মঞ্জু, ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম। উক্ত দায়িত্বভার অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক নুর মোহাম্মদ খোকন। ২৬ ডিসেম্বর২০২১ইং তারিখে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মো: ইন্তাজ আলী খানকে বিপুল ভোটে পরাজিত করে ¯^তন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমেদ নির্বাচিত হন।
#চলনবিলের আলো / আপন