সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারী ) সকালে চৌহালী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ৭ টি ইউনিয়ন পরিষদের ৮৪ জন সদস্য শপথ বাক্য পাঠ করেন।
চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুলের সঞ্চালনায় নব নির্বাচিত চৌহালী উপজেলা সংরক্ষিত মহিলা আসনের ২১ জন ও সাধারণ সদস্য পদে নির্বাচিত ৬৩ জনকে উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন শপথ পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার , মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজ, বি,আর,ডিপি অফিসার মোঃ আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার মোঃ আরিফ সরকার, কৃষি বিদ মোহাম্মদ আলী, উপসহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম, সাংবাদিক মাহমুদুল হাসান, জুয়েল সরকার, ইদ্রিস আলী, দাউদ রানা, রোকনুজ্জামান, ইমরুল হাসান, আঃ লতিফ, মামুন রেজা, আলমগীর প্রমুখ।
#চলনবিলের আলো / আপন