বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

ই-পেপার

সন্ত্রাস বিরোধী আইনে কাশ্মীরের সাংবাদিক গ্রেপ্তার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫৬ অপরাহ্ণ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ জানায়, বিতর্কিত এই অঞ্চলে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে দমননীতির অংশ হিসাবে তারা এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে দেশ বিরোধী প্রতিবেদন ছাপানোর অভিযোগ আনা হয়েছে।

সংবাদমাধ্যম কাশ্মীর ওয়ালা’র সম্পাদক, ফাহাদ শাহকে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলীয় পুলওয়ামা শহরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তাকে ফেইসবুক ব্যবহারকারী হিসাবে শনাক্ত করা হয়েছে এবং পোর্টাল ব্যবহার করে তিনি দেশ বিরোধী প্রতিবেদন ছাপিয়েছেন, তবে কি ছাপানো হয়েছে তা উল্লেখ করা হয় নি।

পুলিশ জানায়,’অপরাধী মনোবৃত্তি নিয়ে ভীতি সঞ্চারের লক্ষ্যে এই প্রতিবেদন পোস্ট করা হয়েছে, যা আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে জনগণকে উস্কানি দিতে পারে।‘ ‘এটি সন্ত্রাসী তৎপরতা তুলে ধরার সমতুল্য।‘

পুরস্কার বিজয়ী এই সাংবাদিক বহু বিদেশী পত্র-পত্রিকার জন্য তার প্রতিবেদন ছাপিয়েছেন। ৩৪ বছর বয়সী শাহকে ভারতের সন্ত্রাস বিরোধী এবং রাষ্ট্রদ্রোহী আইনের আওতায় গ্রেপ্তার করা হয়। তার ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

শাহ এবং কাশ্মীরওয়ালা’র সঙ্গে সংশ্লিষ্ট আরো কয়েকজন সাংবাদিককে গত কয়েক বছর ধরে বিভিন্ন প্রতিবেদন ছাপানোর জন্য একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) টুইটারে পুলিশ জানায়, ‘সন্ত্রাসবাদকে মহিমান্বিত করা, অসত্য খবর ছড়ানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয় জনমনে উস্কানি জোগানোর অভিযোগে’ শাহকে খোঁজা হচ্ছে।

নিউ ইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট ভারতীয় কর্তৃপক্ষের কাছে বিনা শর্তে এবং অবিলম্বে শাহকে মুক্তি দিতে, তার কাজের বিষয়ে সব তদন্ত তুলে নিতে এবং পত্রিকার অন্যান্য সদস্যদের আটক করা বন্ধ করতে দাবি জানিয়েছে। সূত্র : ভোয়া বাংলা

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর