মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় উন্নয়নমুলক রাস্তা ও সড়ক সেতুর কাজ পরিদর্শন করলেন এমপি তানভীর ইমাম 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৪০ অপরাহ্ণ

শনিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের বাংলাপাড়া থেকে উধুনিয়া বাজার পর্যন্ত সাড়ে ৩ কিঃ মিঃ উন্নয়নমুলক রাস্তার ও সড়ক সেতুর কাজের পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। সিরাজগঞ্জের সড়ক ও জনপদ বিভাগ প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন।
উল্লাপাড়ার সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী রাশেল উল্লাহ খান জানান, উল্লাপাড়া উপজেলার পশ্চিম এলাকার অবহেলিত জনপদের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশীত ও পাশের পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটি চলতি অর্থবছরে প্রায় ২৫ কোটি ব্যয়ে স্থানীয় সরকারের সড়ক ও জনপদ বিভাগ এই রাস্তাটি  নির্মাণ করছেন। উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের বাংলাপাড়া থেকে উধুনিয়া বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিঃ মিঃ রাস্তা পাকাকরণসহ ব্রীজ নির্মাণ করা হবে। রাস্তার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী তিন মাসের মধ্যেই রাস্তার কাজ শেষ করতে পারবেন বলে তিনি জানান।
রাস্তা পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমামের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটন, উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বাচ্চু, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. জাহিদুজ্জামান কাকন, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র এস এম আমিরুল ইসলাম আরজুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর