মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় চা দোকানদারদের মধ্যে শীতবস্ত বিতরণ করলেন মেয়র এস. এম. নজরুল ইসলাম 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩১ অপরাহ্ণ

প্রতি বছরের ন্যায় উল্লাপাড়ায় চা দোকানদারদের মধ্যে শীতবস্ত বিতরণ করলেন মেয়র এস.এম. নজরুল ইসলাম। বুধবার বিকেলে মেয়রের নিজস্ব অর্থায়নে উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দু’শত চা দোকানদারদের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজদার হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, যুবলীগ নেতা আল হেলাল রতন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান শাওনসহ অন্যান্যরা।
এ সময় প্রধান অতিথি মেয়র নজরুল বলেন, নিম্ন আয়ের চা দোকানদারদের শীত নিবারনের জন্য প্রতি বছরের ন্যায় মুজিব বর্ষেও নিজস্ব উদ্যোগে প্রায় দুইশত জনের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়। মানবতার অংশ হিসেবে  তিনি এ সমস্ত কম্বল বিতরণ করেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর