পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পাথাইলহাট গ্রামের মঙ্গলবার দুপুরে ঘরের ডাবের সাথে ওড়না পেচিয়ে সুফিয়া খাতুন( ২২) এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত গৃহবধ পাথাইলহাট গ্রামের সাহেদ প্রামানিকের স্ত্রী । সুফিয়া পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের গোলাম নবীর সরকারের মেয়ে। জানা যায়, সবার অগোচরে মঙ্গলবার দুপুরে নিজ ঘরে রশি পেচিয়ে আত্মহত্যা করে। অনেক খোজাখুজি করে না পেয়ে পরিবারের লোকজন অবশেষে তার নিজ ঘরের ডাবের সাথে গলায় রশি পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে চাটমোহর থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে তাকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। সূত্রে জানা যায়, সে মানসিক রোগে আক্রান্ত ছিল। এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।
#চলনবিলের আলো / আপন