পাবনার ভাঙ্গুড়ায় নবনির্বাচিত সাংরক্ষিত ও সাধারণ ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ৩১ জানুয়ারি) তারিখে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলার চার ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্যগণের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নাহিদ হাসান খান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ বাকী বিল্লাহ্, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বিপাশা হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া থানার ওসি মূঃ ফয়সাল বিন আহসান, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, সুধিজনসহ প্রমুখ।
#চলনবিলের আলো / আপন