ইউক্রেনে আগ্রাসন চালালে শুধু রাশিয়া-ই নয়, নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সরাসরি এই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগেই, সাড়ে ৮ হাজার সেনাকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন তিনি।
পেন্টাগন জানায়, এই মুহূর্তে ইউক্রেনে সেনা মোতায়েনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, প্রস্তুত রাখা হয়েছে ব্যাটালিয়ন। গেলো সপ্তাহেই ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম মিত্র দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। একইসাথে, ইউরোপের পূর্বাঞ্চলে ন্যাটোর নিয়মিত বাহিনীর কলেবর এবং শক্তিমত্তা বৃদ্ধির ঘোষণা এসেছে।
বাইডেন বলেন, বেলারুশ সীমান্তে এখনও কঠোর অবস্থানে রুশ সেনারা। তারা আগেও ছিলো, এখন সক্ষমতা বাড়াচ্ছে। প্রেসিডেন্ট পুতিনকে আগেও স্পষ্ট করেছি, ইউক্রেনের ওপর আঘাত এলে চরম মূল্য গুণতে হবে। অর্থনৈতিক অবরোধের মতো কঠিন শাস্তি পাবে রাশিয়া। আর প্রতিবেশি রাষ্ট্রে আগ্রাসন চালালে ব্যক্তিগত নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সম্প্রতি, স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে ইউক্রেন সীমান্তের ৪ হাজার মাইলজুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। শুধু তাই নয়, এতোদিন স্থলভাগে মহড়া চালালেও সোমবার থেকে বাল্টিক সাগরে ২০টি যুদ্ধজাহাজ নামিয়েছে দেশটি।
#চলনবিলের আলো / আপন