শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে কুল চাষে সফল তরুণ উদ্যোক্তা কাজী শিপন

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ৮:২০ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়া এলাকায় বরই বাগান করে বাজিমাত করেছে স্থানীয় তরুণ উদ্যোক্তা কাজী শিপন। প্রায় ৭০ শতাংশ জায়গায় তিনটি জাত মিশিয়ে ৪০০ গাছের বরই বাগান করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশের প্রচলিত ফসলের বৈচিত্র্য পরিবর্তন করে চলছে নতুন কিছু। সারি সারি গাছ এবং গাছে গাছে থোকায় থোকায় ঝুলে আছে (কুল) বরই। সফল এই কৃষি উদ্যোগের বয়স মাত্র ১ বছর। সুতরাং লাভ-ক্ষতির হিসাব মিলিয়ে চমৎকার এক সফল বাগানি হিসেবে আজ প্রতিষ্ঠিত।
ফলজ বাগানের সফলতায় শিপন বলেন, আমি ফসলি জমি লীজ নিয়ে পরিক্ষামূলক ৩ জাতের বরই গাছ রোপণ করেছি। ফলন অনুযায়ী বাগান আরো বড় করার ইচ্ছা আছে তার। এবার প্রথম হিসেবে বরই ফলন ভালই হয়েছে। আশাকরি বাজার দাম ভালই পাবো। উপজেলা কৃষি অফিস থেকে সকল সহযোগীতা পেয়েছি।
স্থানীয় বাসিন্দা আলম জানায়, শিপন আমাদের এলাকার ছেলে। ডিগ্রী পাশ করে বসে না থেকে বাগান করার উদ্যোগ নিয়ে আজ সফল হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস বলেন, শিপন একজন সফল বরই চাষি। তার সাফল্য দেখে নাগরপুরে বরই চাষে আগ্রহ বাড়বে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত ভাবে এই ফল বাগান সম্পর্কীয় পরামর্শ দিয়ে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com