বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

ই-পেপার

পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন গোবিন্দগন্জের মেহেদী হাসান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ৬:২১ অপরাহ্ণ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

রংপুর রেঞ্জের ৬০টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান। তিনি রংপুর বিভাগীয় পর্যায়ে এ নিয়ে পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন। মানুষের কল্যাণে ও কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উন্মোচন, মাদক নির্মুলসহ বিভিন্ন অপরাধ দমনে একাগ্রচিত্তে কাজ করায় তাকে শ্রেষ্ঠ অফিসারের পদক প্রদান করা হয়। ২৩ জুন মঙ্গলবার সকাল ১০ টায় চলতি বছরের মার্চ, এপ্রিল ও মে মাসের রংপুর রেঞ্জের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন রংপুর বিভাগের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

 

এসময় তার সাথে রংপুর রেঞ্জের আট জেলার পুলিশ সুপারগণ স্ব-স্ব অফিস থেকে সংযুক্ত হন। সভার শুরুতেই বিগত ৩ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পুলিশ অফিসারদের হাতে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের মাধ্যমে পুরষ্কার তুলে দেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য। রংপুর বিভাগের ৬০টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান। তার পক্ষে পুরষ্কার গ্রহণ করেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এ বিষয়ে ওসি মেহেদী হাসান বলেন, যেকোনো পুরষ্কার মানুষকে ভালো কাজ করতে উৎসাহ ও উদ্দীপনা যোগায়। আমারও ভালো লাগছে।

 

তিনি এই পুরষ্কার প্রাপ্তিতে তার সকল সহকর্মী’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য ইতিপূর্বে ওসি মেহেদী হাসান ঠাকুরগাঁয়ের অফিসার ইনচার্জ হিসেবে একবার এবং গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ হিসাবে দুইবার ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে দুইবার পুরষ্কৃত হন ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর