রুহিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) এ.কে.এম নাজমুল কাদের যোগদান করেছেন। তিনি এর আগে রংপুর তাজহাট থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার (১৩ নভেম্বর) থানা ভবনে শহিদুর রহমানের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী অনুষ্ঠান শেষে নতুন ওসিকে বরণ করা হয়। নবাগত অফিসার ইনচার্জ (ওসি)রংপুর তাজহাট থানার দায়িত্ব পালন করেন। সাবেক অফিসার ইনচার্জ শহিদুর রহমান ঠাকুরগাঁও সদর থানায় বদলী করা হয়েছে।
এসময় নতুন অফিসার ইনচার্জ এ.কে.এম নাজমুল কাদেরকে ফুল দিয়ে বরণ করেন রুহিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল,এস আই সুলতান আলী, জাকিউল ইসলাম, বজলুর রহমান, এএসআই সাইফুল ইসলাম সহ থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যরা।
যোগদানের পর নবাগত অফিসার ইনচার্জ এ.কে.এম নাজমুল কাদের বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমিয়ে আনা হবে। তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।