মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোরের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পিরোজপুরের সন্তান মো. তমিজুল ইসলাম খান। বৃহস্পতিবার দেশের নয় জেলায় ডেপুটি কমিশনার (ডিসি) পদে পরিবর্তন এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যার মধ্যে যশোর জেলায় দায়িত্ব পেয়েছেন তিনি। মো. তমিজুল ইসলাম খান বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে উপসচিব পদে কর্মরত রয়েছেন। এর আগে গত ৫ জুন যশোরের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ পদোন্নতি পান।
তাকে বৃহস্পতিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মো. তমিজুল ইসলাম খান হবিগঞ্জ জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি উচ্চতর প্রশিক্ষণের জন্য যান জাপানে। সেখান থেকে ফিরে এসে বরিশালের হিজলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন। পরে ইউএনও হিসেবে পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জের একটি উপজেলায়। সেখান থেকে চলে আসেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে।
এর পর মাঠ প্রশাসন থেকে ফিরে যান মন্ত্রণালয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আগে তিনি পর্যায়ক্রমে অর্থ ও আইন মন্ত্রণালয়ে কাজ করেন। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তার সহধর্মীনি স্ট্যান্ডার্ড ব্যাংকে কর্মরত বলে জানা গেছে।