সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে সালিশে হাজির না হওয়ায় বাড়িতে হামলা: ভাঙচুর তালাবদ্ধ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না ভূমিসেবা পেতে সরকারি খরচ ছাড়া অতিরিক্ত টাকা নিলে কঠোর ব্যবস্হা, হুশিয়ারি জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাতক্ষীরা টিটিসিতে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত রাণীনগরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধ*র্ষ*ণ*চেষ্টা: অভিযুক্ত অধরা পাকুন্দিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত অভয়নগরে ভয়াবহ মাদকের ছড়াছড়ি, বাড়ছে চুরি ছিনতাইসহ নানামুখী অপরাধ চাটমোহরে মোটরসাইকেল দুর্ঘটনায় ভাইয়ের মৃ*ত্যু বোন আহত

ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ; লোকমান সভাপতি, সম্পাদক রাসেল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২, ৮:১২ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মো. লোকমান হোসেন সভাপতি ও গোলাম হাসনাইন রাসেলকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (১৮জানুয়ারি) সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দিনব্যাপি আলোচনা ও বক্তৃতা শেষে পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাঊল রহিম লাল। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, পাবনা-৩(চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন, পাবনা-১(বেড়া-সাথিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামছুল হক টুকু, পাবনা- ২(সুজানগর) আসনের সংসদ সদস্য আহম্মেদ ফিরাজ কবির, কেন্দ্রীয় নেতা সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ভার্চয়ালে সংযুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ প্রমুখ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হাসান আরিফ। অনুষ্ঠানে পাবনার জেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স উপস্থিত সকল নেতা কর্মীর সমর্থন নিয়ে আগামী ৩ বছরের জন্য সভাপতি পদে মো. লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক পদে গোলাম হাসনাইন রাসেলের নাম ঘোষনা করেন। নাম ঘোষনার পরপর উপস্থিত নেতাকর্মীবৃন্দর স্লোগানে স্লোগানে বিদ্যালয় মাঠ চত্বর মুখরিত হয়ে উঠে।

এসময় উপজেলার পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী সাংবাদিকবৃন্দ ও সুধী মহল উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর