গোপালপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর ও ধনবাড়ী উপজেলায় পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান। গোপালপুর উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আলীম আল রাজী জানান, ওসি মোস্তাফিজুর রহমানের শরীরে করোনার কোনো লক্ষণ ছিলো না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় করোনা পজিটিভ আসে। তাকে হোম আইসোলোশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
করোনা নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয়বার ঢাকায় নমুনা পাঠানো হয়েছে। এছাড়াও ঢাকা থেকে আগত আলমনগর গ্রামের এক কলেজ ছাত্র করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে ধনবাড়ী উপজেলায় তিন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ সুলতানা। তাদেরকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলোশনে রাখা হয়েছে।