আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় বিশেষ কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা ও তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফাকে।
আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় বিশেষ কমিটির সভাপতি স্বপ্না চৌধুরী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এ কমিটির অনুমোদন দিয়েছেন। গত শুক্রবার সন্ধায় বগুড়াতে হোটেল মম ইন পিকনিক চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অভিষেক ঘটে। এরপর গোলাম মোস্তফাকে আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় বিশেষ কমিটির যুগ্ম সম্পাদকের পরিচয়পত্র দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন আরেকজন যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, দপ্তর সম্পাদক আহসান হাবীব, আইন বিষয়ক সম্পাদক লাকী আকতার প্রমূখ।
#চলনবিলের আলো / আপন