সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

ই-পেপার

একদন্তে প্রকৃত দূ:স্থ উপকার ভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২, ৮:১৬ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত দূ:স্থ উপকার ভোগীদের মাঝে ২৫০পিচ কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: ইসমাইল সরদার এসময় উপস্থিত থেকে এই কম্বল গুলো বিতরণ করেন। একদন্ত ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসময় কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফরহাদ হোসেন, রেজাউল করিম পান্না, রতনা খাতুন প্রমূখ।

শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো-কদমবগদী সোবহানীয়া কারী মাদরাসা ও এতিদম খানাং ২০পিচ, চৌবাড়িয়া হাফিজিয়া মাদরাসায় ১৫পিচ, চাচকিয়া হারুন অর রশিদ হাফিজিয়িা মাদরাসা ও এতিম খানায় ২০ পিচ, ত্বাহফিজ মিশন হাফিজিয়া মাদরাসায় ১৫পিচ, একদন্ত বাজার হাফিজিয়া মাদরাসায় ২০পিচ, গোপালপুর মুনসুর আলী বি: জরিজান নেছা হাফিজিয়িা মাদারাসায় ১৫পিচ, চান্দ্রাই হাফিজিয়া মাদরাসায় ১৫পিচ, শিবপুর শাহ সুফি সদর উদ্দিন আহমেদ হাফিজিয়া মাদারাসা ও এতিম খানায় ৮০পিচ, কদমবগদী হাফিজিয়া মাদারাসায় ২০পিচ, কদমবগদী মহিলা হাফিজিয়া মাদারাসায় ২০পিছ করে কম্বল বিতরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর