বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

ই-পেপার

হাটিকুমরুল হাইওয়ে থানায় পিঠা উৎসব

কে এম আল আমিন:
আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারি, ২০২২, ৬:০২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে থানার উদ্যোগে শীত কালীনপিঠা উৎসবের আয়োজন করা হয়।
গত শুক্রবার (০৭ জানুয়ারী) সন্ধ্যায় হাটিকুমরুল  হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের আয়োজনে  ব্যাতিক্রমী এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিলো পাটিশাপটা, তেলের পিঠা, সাতপুতি, বিভিন্ন প্রকার রসপিঠা, চিতাই পিঠা, দুধ পিঠা কুশলী সহ হরেক নামের পিঠা স্থান পায়।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া হাইওয়ে রিজিয়ন পুলিশ সুপার মুনশী সাহাবুদ্দীন। ওসি লুৎফর রহমানের সভাপতিত্বে পিঠা উৎসব ও সাস্কৃতিক সন্ধ্যার শুভ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা, নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, টিআই রফিকুল ইসলাম, উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকী, শাহীনুর রহমান, ডালিম হোসেন, সার্জেন্ট ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসান প্রমুখ।
পিঠা উৎসব শেষে স্থানীয় ও আঞ্চলিক সংগীত শিল্পীদের দ্বারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর