সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়াতেও সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সের সকল শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। উপজেলার এইচ টি ইমাম গালর্স স্কুল এন্ড কলেজ ও সরকারি আকবর আলী কলেজে দুটি প্রতিষ্ঠানের ৮ টি বুথে আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মোট ৬ হাজার শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। এই টিকা কার্যক্রম চলবে এক সপ্তাহ পর্যন্ত। এই উপজেলায় মোট ৪২ হাজার শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কে এম আহসানুল হক।
#চলনবিলের আলো / আপন