বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

ই-পেপার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে চৌহালীতে  মানববন্ধন

চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ২:৫২ অপরাহ্ণ

অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন করায় ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নকে হত্যার হুমকি দেওয়া অভিযুক্ত কাস্টমস কর্মকর্তার বিচারের দাবি জানিয়েছে সাংবাদিকরা।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে  উপজেলার প্রেসক্লাব   চত্বরে  আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনে ও রাশেদুল হাসান  জুয়েলের   সভাপতিত্বে  ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
 মানববন্ধনে বক্তারা বলেন, “একজন কাস্টমস কর্মকর্তা হয়ে কিভাবে  কোটি- কোটি  টাকার মালিক হলেন ড. তাজুল ইসলাম। তার কাছে লাইসেন্সকৃত অস্ত্রও রয়েছে। এ অস্ত্র তিনি কিভাবে পেলেন তা খতিয়ে দেখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন নেতারা।”
পাশাপাশি তার সম্পদ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের আহবান জানানো হয় মানববন্ধনে।
অবিলম্বে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।
বক্তারা আরও বলেন, ড. তাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মনজুরুল বারী নয়নের অফিসে এসে অস্ত্রের ভয়ভীতি দেখানো হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে হেয় করা হয়েছে।
আগামী সাতদিনের মধ্যে তাজুলের বিরুদ্ধে দৃশ্যমান কোনও ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,  চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন , শিক্ষক  প্রতিনিধি আব্দুল  লতিফ, মুন্সী আব্দুল  লতিফ , আব্দুল জলিল ,   চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাবেক  সভাপতি মাহমুদুল হাসান , রোকনুজ্জামান রকু , সাংগঠনিক সম্পাদক   ফরহাদ  হোসেন,সাংবাদিক  ইমরুল হাসান , আবু দাউদ সরকার, আরিফ সরকার,  ইমরান হোসেন আপন , আলমগীর হোসেন , আজিজুল হাকিম,  নজরুল ইসলাম ও আজাদ সিদ্দিক প্রমুখ ৷ 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর