মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্নজয়ন্তী,বিজয়ের অর্ধশত বছর এবং চাটমোহর হানাদার মুক্ত দিবস উপলক্ষে সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় চাটমোহর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে শহীদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টকুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মজহারুল হক, চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, পাবনা জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম পলাশ, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন প্রমূখ।
আলোচনা সভা সঞ্চলনা করেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেলালুর রহমান জুয়েল। আলোচনা সভার শেষে মনোজ্ঞ সাংস্কিতিক অনুষ্ঠিত হয়।