আসন্ন চতুৃ্র্থ ধাপের নির্বাচনে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে ভুরি ভোজের অভিযোগ উঠেছে মোরগ মার্কা প্রতীকের মেম্বর প্রার্থী সোলাইমান হোসেনের বিরুদ্ধে। সরেজমিনে দেখা যায়, রবিবার সন্ধ্যায় উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভেড়ামারা গ্রামের পশ্চিম পাড়া মেম্বর প্রার্থী সোলাইমান হোসেন বাড়ির পাশে গোলজার হোসেনের বাড়িতে ১০০ কেজি চাউলের বিরানি রান্না করে বিশাল ভুড়ি ভোজের আয়োজন চলছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মোরগ মার্কা প্রতীকের মেম্বর প্রার্থী সোলাইমান হোসেন ১০০ কেজি চাউলের বিরানী রান্না করে প্রায় ৫ শ মানুষের খাবারের আয়োজন করেছে।
মেম্বর প্রার্থী সোলাইমান হোসেন বলেন, অন্য অন্য মেম্বর প্রার্থীরা এরকম ভাবে ভুরি ভোজের আয়োজন করেছে কোন সমস্যা হয়নি তাই আমি ও করেছি। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করবে উপজেলা প্রশাসন।