সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় মুজিব শতবর্ষ নকআউট ফুটবল ফাইনাল খেলায় খোদাইপুর বিজয়ী

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৭:২৬ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়ার ধলেশ্বর সোনালী সংঘের আয়োজনে মুজিব শতবর্ষ নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল শুক্রবার ধলেশ্বর দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় পাবনা খোদাইপুর ফুটবল একাদশ ১-০ গোলে ধালেম্বর সোনালী সংঘকে পারজিত করে চ্যাম্পিয়ন পুরুস্কার জিতে নেন।

এসময় ফাইনাল ফুটবল খেলাটি উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কানাডা প্রবাসী ধলেশ্বর গ্রামের মোহাম্মদ আলী জিন্ন্।ু প্রধান অতিথি বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।

ধলেশ্বর ক্রীড়া উদ্যাপন কমিটির সভাপতি ও আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক শরিফুল ইসলাম রাজু’র সভাপতিত্বে এবং ধলেম্বর সোনালী সংঘের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন খানের আমন্ত্রণে খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রী সুনিল কুমার মন্ডল, টিম পরিচালনায় ছিলেন আব্দুস সালাম ও জাহিদুল ইসলাম।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থায় রেফারি বদিউজ্জামান বেনু, সহযোগি রেফারির দায়িত্বে ছিলেন খোকন ও ডালিম। ধারা বর্ণনায় ছিলেন ইলিয়াস হোসেন মোল্লা এবং এটিএম মোকছেদুর রহমান।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো: আসলাম হোসেন পরিবেশ, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক জাহিদুল ইসলাম, কাউন্সিলর কেএম ফরহাদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক শহিদুল ইসলাম, মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন খান। উক্ত ফাইনাল খেলায় প্রচুর দর্শকের সমাগম হয়েছিল।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর