সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মোঃ আব্দুল আজিজ, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৮:৫০ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০ বার তোপধ্বনীর মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়।

(১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে দিবসের শুরুতে ভাঙ্গুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া,ফরিদপুর) এর এম পি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, পৌরসভা, সরকারি, বে-সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, প্রেসক্লাবসহ সর্বস্তরের জনগণ পুস্পস্তবক অর্পন করেন এবং সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন।

সকাল ৮ টায় ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের কার্য্যলয়ে সামনে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়াও উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা,আলোচনা সভা, মনোজ্ঞ সাংকৃস্কিত অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে। বিকেলে সাড়ে ৪ টার মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে সকলের অংশ গ্রহণ করেন।

বিকেলে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে উপস্থিত ছিলেন পাবনা-৩ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকিবিল্লাহ, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল, ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হাসান, সরকারী কমিশনার (ভূমি) মোছাঃ বিপাশা হোসাইন, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ ফয়সাল বিন আহসান,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী, পাবনা জেলা পরিষদ মহিলা সদস্য মোছাঃ গুলশানারা লিপি, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলার ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণ, বিভিন্ন স্কুলের প্রধানগণ, অভিভাবকগণ, শিক্ষার্থী,সুধীজন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর