সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় ১৪জন আ.লীগ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৪:৫৬ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলাধীন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ বিদ্রোহী/স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারনা করায় দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এম,পি প্রেরিত গত ২/১১/২০২১ইং তারিখে চিঠির নির্দেশ ও গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মোতাবেক দলীয় শৃংখলা লংঘনের অভিযোগে ৯ জন আ.লীগ নেতাকে দলীয় পদ ও সাধারন সদস্য পদ হতে বহিস্কার করা হয়েছে। আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন ও সাধারন সম্পাদক মো: আবু হামিদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল গত ১২/১২/২০২১ইং তারিখে স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল এর পরামর্শক্রমে গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক দলীয় শৃঙখলা ভঙ্গের অভিযোগে দেবোত্তর ইউনিয়ন ৫জনযুবলীগ নেতাকে দলীয় পদ ও সাধারন সদস্যপদ হতে বহিস্কার করা হয়েছে। আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার ও সাধারন সম্পাদক গোলাম মওলা পান্নু স্বাক্ষরিতপত্রে গত ১৪ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন, দেবোত্তর ইউনিয়ন-দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রজব আলী, কার্যকরি সদস্য খোরশেদ আলম, দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মো: মুরশিদ আলী খান, দেবোত্তর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারন সম্পাদক বকুল হোসেন, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক শাহনি আলম।

একদন্ত ইউনিয়ন-একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরি সদস্য মো: লিয়াকত হোসেন আলাল সরদার, একদন্ত ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক কায়করি সদস্য রেজাউল করিম মুকুল।

চাঁদভা ইউনিয়ন-চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: হাসিনুর রহমান, কার্য়করি সদস্য কারুজ্জামান টুটুল। লক্ষীপুর ইউনিয়ন-লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: হাবিবুল্লাহ মোল্লা, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর