সিরাজগন্জের চৌহালী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন সভা করেছেন উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস । বুধবার(১৫-১২-২১) সকালে উপজেলা মুক্তি যোদ্ধা মিলয়াতনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,
উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফ সরকার, বাংলাদেশ পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসার মোঃ আবুল কালাম আজাদ ও প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া প্রমুখ।
আসন্ন ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে উপস্থিত সকল প্রার্থীদের আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান । নির্বাচনী আচার-আচরণ ও আইনশৃংখলা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তরা।
এসময় চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান সহ সকল সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন