পাবনার ভাঙ্গুড়ায় পৌর আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৪ ডিসেম্বর)বিকেলে ভাঙ্গুড়ার শরৎনগর বাজারের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পাবনা-৩ এর সংসদ সদস্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি।
উপজেলা পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানার সভাপতিত্বে ও ভাঙ্গুড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন ছবি, সহ-সভাপতি আলহাজ্ব ফজলুর, সাবেক পৌর মেয়র আলহাজ্ব ওসমান গনি প্রামানিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান,
যুগ্মসাধারণ সম্পাদক রমজান আলী খান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মো. আসলাম আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আজাদ খান পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ বাদশা, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, সাবেক ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব, এছাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন