#চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের #ভাঙ্গুড়া_উপজেলার কবি ও সাহিত্যিকগণের মধ্যে থেকেকবি হোসেন আলীর জীবনী পরিচিতি
#মোঃ_হোসেন_আলীঃ
কবি মোঃ হোসেন আলী পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামে ১৯৪৯ সালে
১৪ জুন জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ নুরুল প্রামানিক, মাতা মোছাঃ লবিজান। বিভিন্ন সাহিত্যসাময়িকীতে লেখালেখি করে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ১টি যৌথ। প্রকাশিত গল্পগ্রন্থ
১টি যৌথ। কবি ২৯ জুন ২০০৯ সালে পরলোক গমন করেন।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা” ।
#আগামীকাল_প্রকাশিত হবে-
#কবি_ফকির_খালেকের জীবন বৃত্তান্ত।