সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়া-একদন্ত বেহাল সড়ক, দুর্ভোগ চরমে

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৪:৫৪ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া-একদন্ত সড়কটি র্দীর্ঘ দিন ধরে বেহাল দশায় পড়ে আছে। মেরামতের নেই কোন উদ্যোগ। ঘটছে অহরহ দূর্ঘটনা। ভোর্গান্তিতে পথচারিরা। সড়কের বিভিন্ন জায়গায় পিচ-খোয়া উঠে গেছে অনেক আগেই। এখন সেখানে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দের। এবড়ো খেবড়ো সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়।

আটঘরিয়া উপজেলার মধ্যে যে কয়েকটি সড়ক রয়েছে তার মধ্যে এই সড়কটি খুবই অন্যতম মহাসড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। গত সোমবার সরেজমিনে দেখা যায়, সংস্কারের অভাবে সড়কের পুরোটাই খানাখন্দে ভরে গেছে। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে। গর্তের অনেক জায়গায় পানি জমে আছে। আবার অনেক জায়গায় গাড়ি চলার সময় আশপাশ ধুলাময় হয়ে যাচ্ছে। সুতিরবিল নামক স্থানে বিশাল গর্তে মাঝে মধ্যে গাড়ি আটকে গিয়ে যানজটের সৃষ্টি হতে দেখা যায়।

পথচারিরা বলেন, অ্যাম্বুলেন্স, শত শত ইজিবাইক, ভ্যান, মালবাহি ট্রাক, এই সড়ক দিয়ে যাওয়া-আসা করে। এখন সড়কে বিপজ্জনক অবস্থা। এই সড়কের দেবোত্তর ডিগ্রী অর্নাস কলেজের সামনে খানাখন্দের কারণে একটু বৃষ্টি হলে পানি জমে থাকে। তারপরও যাত্রীদের গালমন্দ আর গাড়ির ক্ষতি মেনে ওই পথ দিয়েই গাড়ি চালাতেন চালকেরা। তবে মাস দুই ধরে এতটা খারাপ হয়েছে, খানাকন্দের কারনে ওই পথে ভারী আর কোনো পরিবহনের গাড়ি চোখে পড়ে না।

সড়কের সবচেয়ে খারাপ অবস্থা দেবোত্তর ডিগ্রী অর্নসা কলেজের সামনে, সুতিরবিল নামক স্থানে। মাঝে মাঝে এত বেশি ভাঙা যে চলাচলের একেবারে অনুপযোগি হয়ে পড়ছে। তবে পথচারিদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই সড়কটি সরজমিনে দেখে মেরামত করার জোর দাবি জানান।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর