পাবনার ভাঙ্গুড়ায় বড়াল ব্রিজ স্টেশনে মালবাহী ট্রেনের ২টি লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। রাত ১০ টার দিকে বগি উদ্ধার হওয়ার পর চাটমোহর, ভাঙ্গুড়া ও উল্লাপাড়া রেল স্টেশনে অপেক্ষারত অন্তত পাঁচটি ট্রেন গন্তব্যর দিকে রওনা দেয়।
বড়াল ব্রিজ রেল স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার যমুনা সেতু থেকে পাথর আনলোড করে একটি মালবাহী ট্রেন প্রায় ২৫টি বগি নিয়ে ঈশ্বরদীর উদ্দেশে রওনা দেয়। পথে বিকেল পৌনে ৪টার দিকে ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেল স্টেশনে পৌঁছালে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলের পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা রিলিফ ট্রেন নিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় ৪ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হয়।
বড়াল ব্রিজ রেল স্টেশন মাস্টার শফিউল ইসলাম বলেন, বাংলাদেশ রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন চার ঘণ্টার অধিক সময় অভিযান চালিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে লাইন ক্লিয়ার করে। পরে রাত ১০টা থেকে বিভিন্ন স্টেশনে অপেক্ষারত ট্রেন গন্তব্যর দিকে রওনা দেয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
#চলনবিলের আলো / আপন