পাবনার ভাঙ্গুড়ায় শীতার্তদের মঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার উত্তর মেন্দা এলাকায় সুইডেন প্রবাসী মো. অলমগীর হোসেন লিটন আর্থিক এর সহযোগিতায় ৬০টি কম্বল বিতরণ করা হয়। তিনি উপজেলার উত্তর মেন্দা এলাকার মরহুম আবুল হোসেন (অবঃ সেনা সদস্য) এর চার ছেলে ও সুইডেনে বসবাসকারী প্রবাসী।
জানা গেছে, লিটনের ছোট ভাই আমির হোসেন সুমনের তত্বাবধানে গ্রামের প্রায় ৬০ টি পরিবারের মাঝে এসব শীত সামগ্রী বিতরণ করা হয় । আমির হোসেন সুমন জানান, শীতের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কিছু উপকার করার চেষ্টা মাত্র। সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদেরও এ সময় এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন। সবার সম্মিলিত চেষ্টার মাধ্যেমেই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের-কে রক্ষা করা সম্ভব।
সুইডেন প্রবাসী আলমগীর হোসেন (লিটন) ফোনে জানান, শীতে অসহায় মানুষের কথা বিবেচনা করে আমি ছোট ভাই সুমনের সাথে যোগাযোগ করে কিছু কম্বল এলাকার মানুষ কে দিতে বলি। তারই অংশ হিসেবে আজ আমার নিজ গ্রাম উত্তর মেন্দায় ৬০ টি পরিবারের মাঝে এসব শীত সামগ্রী বিতরণ করা হয়। এসময় তিনি সামর্থ্যবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহব্বানও জানান।
#চলনবিলের আলো / আপন