সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় ঘনকুয়াশায় জনজীবন অতিষ্ট

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ১০:১০ অপরাহ্ণ

ঘন কুয়াশায় মানব জীবন অতিষ্ট হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও আর কনকনে ঠান্ডা বাতাসে জবুথবু হয়ে পড়ছে সাধারণ মানুষজন। সন্ধ্যা নামতেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘন কুয়াশার সাদা চাদরে ডেকে যাচ্ছে পরিবেশ। সড়ক-সহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। বিকেলের দিকে সূর্যের মূখ দেখা গেলেও হিমেল হাওয়ার কারণে সূর্যের তাপ হারিয়ে যাচ্ছে।

আটঘরিয়ায় উপজেলায় ভোররাতে সরে জমিন ঘুরে দেখা যায়, এখান থেকে হিমালয় বেশি দূরে নয়। সেজন্য প্রতি বছর এখানে শীতের তীব্রতা বেশি। তাই এ বছর এখানে আগেভাগে কুয়াশা শুর হয়েছে। কুয়াশার কারণে কাহিল হয়ে পড়ছে শিশু, বৃদ্ধ এবং জনজীবন। হঠাৎ ঠান্ডার কারণে দেখা দিয়ে নানা রকম রোগবালাই। ঘন কুয়াশার কারণে শিশু থেকে বৃদ্ধরা ঘর থেকে বাহিরে বেড় হতে পারছে না। সন্ধ্যা নামার সাথে সাথে ঘনকুয়াশা বা ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। রাতের বেলা কুয়াশার ফোটা বৃষ্টির মতো শব্দ করে টিনের চালে পড়তে থাকে।

উপজেলার বিভিন্ন হাট বাজারে ঘুরে দেখা যায়, লেপ তোষক তৈরির দোকানে কারিগররা ব্যস্ত হয়ে পড়েছে। যেন দম ফেলার কোনো সময় পাচ্ছে না। যারা লেপ তোষক তৈরি করতে পারছে না, তারা পুরানো কাপড় দিয়ে কাঁথা সেলাই করছে। কেউ কেউ শীত নিবারনের জন্য পাটের তৈরি চট গায়ে নিয়ে রাতে ঘুমাছে। অনেক গাছের পাতা ও খড় দিযে আগুন তাপিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়া শহরের অলি গলিতে প্রচুর পরিমাণ পুরানো সুইটার , জ্যাকেট, টাউজার বের হয়েছে। তবে দাম একটু বেশি।

অভাবী ও গরিব মানুষের নাগালের বাইরে। তাদের কেনার ক্ষমতা নেই। কুয়াশার কারণে জ্বর, শ্বাস কষ্ট ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি। কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে উপজেলার কয়েক হাজার পাথর শ্রমিকসহ অসংখ্য অভাবী মানুষ কোন কাজ কর্ম করতে পারছে না। তারা এখন ঘরে বসে অলস সময় কাটাচ্ছে।

উপজেলা প্রশাসনসহ কোনো সংগঠন শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি। তবে শীতার্ত মানুষরে দাবি যদি এ সময় শীতের বস্ত্র বা সহযোগিতা পাওয়া যেত তবে গরিব মানুষরা উপকৃত হতো।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর