নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস মহামারির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রান্তিক কৃষকদের সহযোগিতায় বায়ার ক্রপসায়েন্স বিশ্বব্যাপী ‘বেটারফার্মস-বেটার লাইভস্’ নামে নতুন এক উদ্যোগ নিয়েছে। এই কার্যক্রমের আওতায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় ২০ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে ‘বেটার লাইফ ফার্মিং’ কেয়ার প্যাকেজ সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী এই প্যাকেজের আওতায় উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ, বালাইনাশক, ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) ও করোনায় নিরাপত্তামূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। বায়ার ক্রপসায়েন্স লিমিটেড জার্মানির বায়ার গ্রুপ ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের যৌথ উদ্যোগ। বাংলাদেশের কৃষি খাতে সংস্থাটি ৩৫ বছরের বেশি সময় ধরে উন্নতমানের বালাইনাশক ও হাইব্রিড বিজ সরবরাহে কাজ করছে।